ছড়ার পাতা কাঁদছে নদীরা উপাসনা পুরকায়স্থ শরৎ ২০১৮

উপাসনা পুরকায়স্থ-র আগের ছড়াঃ আকাশ যদিভালই আছি

কাঁদছে নদীরা

উপাসনা পুরকায়স্থ

নদীরা এখন কেমন রয়েছে
খোঁজ নিয়ে আসি চলো-
যে নদীর বুকে নীল জলরাশি
ঢেউ ওঠে ছলো ছলো!
ঢেউ থাকে আর উচ্ছ্বাস থাকে
বলে কথা- গায় গান,
যে গান শুনতে আমরা সকলে
আজো পেতে রাখি কান।
মজে গেছে জুরি- কোথা ভৈরবী
সরস্বতীর ঢেউ-
বুক ভরা এক বিষ-জ্বালাতেও
কাঁদছে নদীরা কেউ!
ভোরের সূর্য খুব ভোরে ওঠে
লাল রঙ্ দ্যায় গুলে,
নদী-আয়নাতে মুখ দেখে নেয়
আকাশটা থেকে ঝুলে।
নিরিবিলি রাতে আকাশের তারা
আলোকবিন্দু এঁকে-
পরায় খুশিতে ঝলমলে টিপ
উচ্ছ্বল নদী-বুকে।
দমফাটা এক কষ্টের ছবি
নদীদেরে ঘিরে থাকে,
আমাদের কত ছোটনদী আজ
চলেনা তো বাঁকে বাঁকে।
নদী বুকে দোলে পাল-তোলা নাও
ভাটিয়ালী সুরে গান-
উদাস পথিক হারায় নিজেকে
মন করে আনচান!
আমাদের ফেলা জঞ্জালরাশি
টিপে ধরে তার গলা,
নেই মুখে ভাষা প্রতিবাদ- তাই
বন্ধ হয়েছে চলা।

বাতাসের বুকে কান পাতো যদি
কান্না শুনবে তুমি-
কাঁদছে নদীরা- চাপা নিঃশ্বাসে
কাঁদছে জন্মভূমি!

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s