একে দুইয়ে ঝগড়াটা লেগেছে বেজায়,
এক বলে আমি বড়ো, দুই বলে নয়।
এককের তকমাটা আমারই তো ভাই,
এক বলে, হিসেবেতে বড়ো আমি তাই।
দুই বলে কমতিটা আমার কোথায়,
সহজে বোঝাতে তুমি পার কি আমায়?
মৌলিক সংখ্যাতে আমি তো প্রথম,
তবে কেন বড়ো নই বল দেখি সোম?
ঝগড়াটা ভালো করে জমেছে যখন,
মঞ্চেতে তিনভায়া আসেন তখন।
হেসে বলে ঝগড়াটা মিছিমিছি কর,
দু’জনেই মেনে নাও আমিই তো বড়ো।
বিজোড়ের মৌলিকে আগে আগে চলি,
আরও কথা আছে শোন, চুপি চুপি বলি।
পুরুষ সংখ্যা বলে আমাকেই জানে,
প্রথমেতে বসে আছি সকলেই মানে।
তিনের বাক্য শুনে রেগে বলে দুই,
জোড়েতে প্রথম আমি ভুলে গেলি তুই?
দু’জনের ঝগড়াতে এক বলে হেসে,
পূর্ণ সংখ্যা হলে প্রথমে কে বসে?
কে যে বড়ো, কে যে ছোটো বল দেখি ভাই,
চটপট তোমাদের উত্তর চাই।