ইন্দ্রনাথের এর সব লেখা একত্রে
খাদ্যতালিকা
ইন্দ্রনাথ

বল্লে হবে হাল্লা বোল
সঙ্গী হবে জঙ্গী যারা
মাখবি মুখে রান্না ঝোল
মিষ্টি দিলে পষ্ট বলি
আধখানা নয় পূর্ণ দিস
মুর্গি মাটন কোর্মা কিংবা
ভেটকি ইলিশ চিংড়ি ফিস
ভরসা করি সন্দেহ নেই
মন্দ হয় না ক্ষুন্নিবোধ
কব্জি নাহোক জিহ্বা ডুবুক

কুস্তি করে পেস্তা মেলে
লস্যি কি আর মুগ্ধবোধ?
হিঞ্চে পালং ছেঁচকি দিয়ে
তুলছ টেনে যতেক শোধ!
বলছি শোনো রেয়াত করো
সম্মতি নয়, সন্ধি হোক
সপ্তাহান্তে ফুলকো লুচি
ছাড়ছি না হয় চিংড়ি-শোক
ছাড়ব নাহয় মালাইকারি
সংগে তাহার গব্য ঘি
মুর্গি মাটন দেদার খাব
এই কথা মোর স্পষ্ট কি?
চমকে গেলে? সবুর করো

শাম্মি, গুলাব, রুহ, কাকোরি
কাবাব কিন্তু থাকবে চার
সংগে দেবে লাচ্চা কিছু
খুব বেশি না দুই কি তিন
মাসের মধ্যে এমন খাওয়া
সাতটি না না আটটি দিন।