এই লেখকের আগের ছড়াঃ ফোটাই মনের ফুল, কইব কথা পড়ে, ঘোড়ার জবাব
গান
গদাধর সরকার
উড়িয়ে দেবো ওড়নাকে আজ, কাল ওড়াবো কাকে ?
কাল ওড়াবো পাখির কোলাজ, ফুলকি বেড়ালটাকে !!
ভুল বলেছি,বেড়াল না মোম, দেখছি তাকেই তুলে!
বুক রেখেছি একটি নরম নাম জানি না ফুলে!!
নাম জানি না ফুল কী ও ঘুম ? খুলবো মনের ঝাঁপি?
এমন সময় বুঝতে পেলুম লোকটা সদালাপি!!
বেশ আছি বেশ ঝুমঝুমি ভাই ! এইতো আমার বাড়ি!
খুশির দোলায় দুলছি সবাই ! দুলছে মেঘের সারি—