ছড়ার পাতা চলো ছুটি দলবলে পিনাকীরঞ্জন দাস বর্ষা ২০১৮

চলো ছুটি দলবলে

পিনাকীরঞ্জন দাশ

এই ফাগুনে যাচ্ছ নাকি বেলপাহাড়ি ?
আকাশ নীলে লাল-পলাশের ছড়াছড়ি।
পথের বাঁকে হারিয়ে যাওয়ার হাতছানি,
মোটরে স্টার্ট, ছাড়িয়ে যাবে ডানকুনি।

রবি ঠাকুর হারিয়ে যেতেন কুসুম বনে,
বন্ধুরা সব ব্যস্ত নাকি মুঠোফোনে ?
‘সি.ও.সি’ আর ‘শ্যাডো-ফাইট’ ব্যাপক থ্রিলিং ?
শিমূল-ঝরা পাকদণ্ডী more চার্মিং।

শোনো বলি –
‘মাঠা’ নামে পাহাড় সে এক অযোধ্যাতে,
দিনের বেলা ট্রেকিং করে ধূপছায়াতে
হারিয়ে তুমি যেতেই পারো চৈত্র রাতে।

মারকাটারি জ্যোৎস্না তোমায় দেখাবে পথ,
শালের বনে নামবে চাঁদের কল্পনা-রথ।
চুপটি করে বসবে তুমি আলোর রথে
পাতাঝরার শব্দ কেবল উঠবে পথে।

ভাববে তুমি, ‘কোথায় এলাম, এ কোন হেভেন! 
Suddenly কি টাঁড়বারো দেব উদয় হবেন।
দোবরু রাজা দেবেন দেখা আচম্বিতে
ভানুমতী আনবে পলাশ-মালা গেঁথে
নিজের হাতে পরিয়ে দেবে এই গলাতে-‘

এমনই সব feelings জাগায় এই প্রকৃতি,
দেদার মজা ছড়িয়ে আছে ইতি উতি।
তাইতো বলি, পাহাড় নদী জঙ্গলে
সময় পেলেই চলো ছুটি দলবলে।

ছবিঃ পিয়ালী বন্দ্যোপাধ্যায়

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s