স্কুল ছুটি হলে
যাব মামাবাড়ি,
খেলা খেলা সারাবেলা
মজা কাড়ি কাড়ি।
ভাপা পুলি রসপিঠা
ক্ষীরের পায়েস,
মিঠে রোদে খাব বসে
করব আয়েশ।
পিকনিক, রসচুরি
আরও কত খেলা,
খেলে খেলে সারাদিন
কেটে যাবে বেলা।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি
স্কুল ছুটি হলে
যাব মামাবাড়ি,
খেলা খেলা সারাবেলা
মজা কাড়ি কাড়ি।
ভাপা পুলি রসপিঠা
ক্ষীরের পায়েস,
মিঠে রোদে খাব বসে
করব আয়েশ।
পিকনিক, রসচুরি
আরও কত খেলা,
খেলে খেলে সারাদিন
কেটে যাবে বেলা।