কৌশিক ভাদুড়ির আগের ছড়াগুলো খয়েরিটোলা ,কালোয়াতি , তাল পড়া
টাকলামাকান
কৌশিক ভাদুড়ি
টাকলামাকান ঊষর ভূমি
অনেক নাকি হোতায় জমি!
মকান আমি বানাই টাকে
বালি আনতে ওখান থেকে
পাঠিয়েছি পাঁচশো ট্রাক
পথে টিবেট সৈন্য ব্যারাক
আটকে দিল বালির লরি
ডিউটি চাইল, বলিহারি!
বালির কি রে হয় রে মালিক?
চড়ুই কিংবা গঙ্গাশালিখ
যায় না তো তাই তোর মুলুকে
কায়রোতে ভাই খাচ্ছে সুখে
অঢেল বালি নীল নদীতে
গিফট র্যা প আর রঙিন ফিতে
তাই দিয়ে প্যাক থো’য়া মাঠে
সাহারাতে থরেও বটে।
টাকলামাকান একলা থাক
চাই না ওটার বালির ভাগ।