রুচিস্মিতা ঘোষের আগের ছড়াঃ– আকাশ , দূরন্ত দুপুরে, বৃষ্টি এলো , ল্যাম্পপোস্ট
ট্রাফিক পুলিশ
রুচিস্মিতা ঘোষ
পথের মাঝে দাঁড়িয়ে আমি নাড়াই আমার হাত,
ডাইনে বাঁয়ে অবিরত, সকাল দুপুর রাত।
সরল পথে দেখছ কত, ছুটছে জটিল যান,
চালাই ওদের, থামাই ওদের, ওরাই আমার প্রাণ।
রোদ্দুরেতে ঘামে ভিজি, বর্ষাকালে জলে,
শীতে কাঁপি হি-হি করে, এমনভাবেই চলে।
ঠায় দাঁড়িয়ে থাকি বলে সারা গায়ে ব্যথা,
ভাবছে কে আর আমার কথা, লিখবে আমার গাথা!
তোমরা সবাই ছুটছ শুধু যে যার নিজের কাজে,
আমার কথা একটু ভেবো, বলা কি আর সাজে?
যানবাহনের মালিকরা সব, তবুও শোনো ভাই
ট্রাফিক পুলিশ নামটি আমার, পথই আমার ঠাঁই।
খাচ্ছি ধোঁয়া, খাচ্ছি ধুলো, জমছে বুকের মাঝে
পেটের দায়েই করছি এসব, দুঃখ বুকে বাজে।
চলতে চলতে একটু হেসে আমার দিকে দেখো,
হাসিটুকুই পাথেয় যে, এইটি মনে রেখো।
ছবিঃ তিতিল