দাদুর ভীষণ জাঁক ছিল
সুব্রত দেব
আমার দাদুর লম্বা একটা
নাক ছিল ।
দাঁতের মধ্যে মাঝে-মাঝেই
ফাঁক ছিল ।
চুলগুলো সব যে যার মত
পাক ছিল ।
দাদুর মাথার মধ্যিখানে
টাক ছিল ।
দাদুর ঘরে ভীমরুলের এক
চাক ছিল ।
ফল বাগানে একশ একটা
কাক ছিল ।
দাদুর নিজের ভাঙা একটা
ঢাক ছিল ।
এ-সব নিয়ে দাদুর ভীষণ
জাঁক ছিল ।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি