আবু হোসেনের সমস্ত ছড়া একত্রে
দুই পাগলের গল্প
আবু হোসেন
দুই পাগলের গল্প শোনো
একটি থাকে ব্যাঙ্গালোরে
আরেক পাগল মনের সুখে
কলকাতাতে বিরাজ করে
একটি আপন ল্যাবে ট্যাবে
গলিয়ে মাটি সাবান বানায়
আরেক পাগল পদ্য লেখার
জন্যে মাথায় কলম শানায়
কপালদোষে ভোপাল দেশে
রাজার বাড়ির চিলের ছাতে
দুই পাগলে আলাপ হল
কৃষ্ণপক্ষে পূর্ণিমাতে
মাথায় মাথায় ঠোকাঠুকি
তাতেই সবই বদলে গেল
পদ্যপাগল শিখল সাবান
সাবানখ্যাপার মাথায় গেল
পদ্য গড়ার পাগলামো, সে
ব্যাঙ্গালোরে ওয়াপিস গিয়ে
গো-এষণায় মগ্ন হয়ে
তিনটি বছর কাটিয়ে দিয়ে
গড়ল সাবান পদ্যমাখা
নাম রেখেছে গীতাঞ্জলী
পদ্যপাগল? সাবান বেচে
ঠিকানা তার মেট্রোগলি