প্রকল্প ভট্টাচার্যর সমস্ত লেখা একত্রে
মায়ের যাবত কাজকম্মের
পাই না কারণ খুঁজে।
যেমন, যখন ইস্কুলে যাই,
দাঁড়ায় সে চোখ বুজে
দরজা ধরে, হাত নাড়ে, আর
‘দুগগা দুগগা’ বলে।
দুগগাঠাকুর কোথায় তখন?
আবার বিকেল হলে
বাজার যাবো বাবার সাথে
তখনো সেই একই
হাত নাড়িয়ে ‘দুগগা দুগগা’
করতে মা-কে দেখি!
আজ ভেবেছি জেনেই নেব
কোথায় রহস্যটা।
মায়ের হাতে দুগগা আছেন?
খানিক, নাকি গোটা?
বলতেই মা বললো হেসে
“আছেন সবার হাতে!
একা তো নয়, লক্ষ্মী, গণেশ,
কাত্তিকদের সাথে!
মন দিয়ে তোর হাতের আঙুল
দেখিস যদি, পাবি।
মধ্যমাটাই মা। বাকিদের
দুইপাশে সাজাবি।
তর্জনী আর অনামিকায়
লক্ষ্মী-সরস্বতী,
কার্তিক আর গণেশভায়ার
বুড়োয়, কড়েয় গতি!
সবসময়েই আমরা মা-কে
সঙ্গে নিয়েই চলি।
সেটাই মনে রাখার জন্য
‘দুগগা দুগগা’ বলি!”