ইন্দ্রনাথের এর সব লেখা একত্রে
সপ্তাহান্ত
ইন্দ্রনাথ
রোব্বারে পানাহার অন্তে
শয্যায় টানটান ভন্তে
নিমিলিত চক্ষুতে সন্তে
তাম্বুলে রঞ্জিত দন্তে
বলিলেন ত্রিপিটক আনতে
বুদ্ধের আদেশ কী জানতে।
আতিপাতি খুঁজে তার পত্রে
শ্লোকে শ্লোকে প্রতিখানি ছত্রে
তথাগত রেখে যান মর্তে
জগতের কথা গূঢ় অর্থে
মধ্যের পথে হবে চলতে
রোব্বারে ছাড় বিনা শর্তে।