রওশন মতীনের আরো কবিতা দুটি কবিতা, আমার আছে, ছোট্টো পাখি, শৈশবের দিনগুলি
মনটা আমার উড়ু উড়ু
আকাশ ছুঁতে চায়,
মন যে আমার যায় হারিয়ে
সবুজ শ্যামল গাঁয়।
পুব-আকাশে আবির রাঙা
লাল আগুনের টিপ,
সেই আলোতে হাসছে দ্যাখ
সবুজ শ্যামল দ্বীপ।
নতুন দিনের সূর্যটা যে
ছড়ায় সোনার হাসি,
দিনগুলো হোক সুখের বাগান
গোলাপ রাশি রাশি।
সেই বাগানে খেলব সবাই
গাঁথব সুখে মালা,
জীবন গড়ার শপথ নেব
দিন বদলের পালা।