অমিতাভ প্রামাণিক এর সমস্ত লেখা একত্রে
বারোমাস্যা
অমিতাভ প্রামাণিক
বৈশাখ মাসে দৈ-শাক খাস ঐ শাঁখটাতে ফুঁ দিয়ে,
জষ্টিতে যাস মোষটিতে চেপে, দোষটি কেমনে রুধি এ?
আষাঢ়ে চাষাড়ে মেঘের ভাষারে নিয়ে যা আদিখ্যেতা,
শ্রাবণে প্লাবনে গঞ্জে বা বনে দেখবার আছে কে তা?
ভাদ্দর মাসে শ্রাদ্ধ’র বেশে খদ্দর গায়ে কে যায়?
আশ্বিনে কিছু পাস্যিনে, দেখি বাঁশ সীনে আসে বেজায়!
কার্তিকে যদি ষাঁড়টিকে ধরে চারদিকে যাস, তাহলে
অঘ্রাণ মাসে সুঘ্রাণ পাবি অ্যাতোটুগ্ রান্না হলে।
পৌষে হৌসে বসে থাকা শুধু, বৌ সে খেটেই চলবে,
মাঘের দুপুরে বাঘের খাঁচায় আগের মতই জ্বলবে।
ফাল্গুনে সব চাল গুনে খাবি, ডাল ঘুণে যেন খায়না –
চৈতে পৈতে খুলিস নে, খাঁচা হইতে বেরোবে হায়না।