রওশন মতীনের আরো কবিতা – দুটি কবিতা, আমার আছে, ছোট্টো পাখি, শৈশবের দিনগুলি , নতুন দিনের বার্তা, হারিয়ে যাবে, শীতের শহর, এই যে শিশু
বনের রাজা
রওশন মতিন
কী যে বলি, গল্পটার না গা ছম্ ছম্ শুরু,
বুকটা ভয়ে কাঁপছে ভীষণ দুরু দুরু!
হঠাৎ আমি গেলাম সেদিন তেপান্তরের বনে,
প্রজাপতি, পাখির সাথে খেলছি আপন মনে।
হঠাৎ দেখি একটা সিংহ কটমটিয়ে তাকায়,
ভীষণ তেজে কেশর ফোলা ঘাড়টা শুধু বাঁকায়,
আমি তখন পালিয়ে এলাম একটুখানি ফাঁকায়,
দুষ্টু বানর দোল খাচ্ছে গাছের শাখায় শাখায়,
গঙ্গা ফড়িং তিড়িং বিড়িং নাচে সবুজ ঘাসে,
তাইনা দেখে শেয়াল পন্ডিত খুক্খুকিয়ে কাশে।
আমার তখন ঘাম ছুটেছে দারুন মাঘের শীতে,
ঠক্ ঠক্ ঠক্ কাঁপছি কেবল হাড়কাঁপুনি গীতে,
আমি তখন রবিনহুড, ভয় পাইনি মোটে,
সিংহমামা তাক করে যে তিরটি আমার ছোটে,
আমায় দেখে সিংহটা না পালায় ভয়ের চোটে,
সবুজ বনের বিজয়ী বীর, হাসি আমার ঠোটে,
কী যে মজা আমি তখন হলাম বনের রাজা,
খুশির চোটে খাচ্ছি কেবল ডাল, চানাচুর ভাজা।
যখন রাত দুপুরে ভাঙলো হঠাৎ স্বপ্ন -সুখের ঘুম,
তখন নীল চাদোয়ায় চাঁদটা ডাকে আমায় দিতে চুম