এই লেখকের আগের লেখাঃ কালাচাঁদ
ভৌতিক লিমেরিক
সনৎ কুমার ব্যানার্জ্জী
শ্রাবণমাসে এমনি এক ঝড়বাদলের রাতে,
রাতের বেলায় খাবার ছিল আলুপোস্ত ভাতে।
ভাতটি খেয়ে গেছি শুতে,
শুতেই শুনি গাইছে ভূতে –
ভূতের পিসি কথক নাচে মাথার ওপর ছাতে।
ছাতের পরে মেরাপ বেঁধে চলছে পিসির নাচ,
নাচের চোটে পড়ছে ভেঙে জানলাগুলোর কাচ।
কাচে গেল হাত-পা কাটা,
কাটা পায়েই দিলাম হাঁটা –
হেঁটে যখন থানায় গেলাম – দশটা বেজে পাঁচ।
পাঁচটা যখন ভোরের বেলা বাসায় ফিরে আসি,
আসার পরেই শুনতে পেলাম গাইছে ভূতের মাসি।
মাসির পরেই আসল মামা,
মামার মাথায় মস্ত ধামা –
ধামায় ছিল থানার ওসির জবাই করা খাসি।
খাসির মাংস খেয়ে সবাই জুড়ল এবার গান,
গানের গুঁতোয় থরথরিয়ে উঠল কেঁপে প্রাণ।
প্রাণপাখি হয় খাঁচাছাড়া
ছাড়া পেয়েই করল তাড়া
তাড়া খেয়ে ভূতেরা সব পালায় নিয়ে জান।
ভীষণ ভীষণ ভালো৷জ্যান্ত ভূত অথবা পেত্নীর বর ছাড়া এমন লেখার সৃষ্টি হবে না৷এমন আরো চাই৷
LikeLike