প্রিন্স মাহমুদের আগের কবিতাঃ ও চাঁদ , জোনাকি, মনের কথা
টাক মাথার এক লোক আছে যে ভীষণ রকম পাজি
কাক ধরে খায় সকাল বিকাল তরকারি আর ভাজি।
লোকটা পথে হাঁটতে গেলে ভয়ে পালায় কুক্কুর
তাই তো ভয়ে বাড়িছাড়া হদ্দ বোকা শুক্কুর।
আসল কথা হলো যে এই লোকটা খেতো কাঁকরোল
কেউ জানে না কেমন করে বাজলো মিছে ঢাকঢোল।
লোকটা সেদিন গিয়েছিল জঙ্গলেতে একা
ভাবছে সিংহ সামনে পেয়ে ভদ্রলোকের দেখা,
ভয় পায় না যে আমায় দেখে কেমন হতচ্ছাড়া
দৌড় দেয় না ক্যান ডানে বায়ে একপায়ে রয় খাড়া!
এমন দেখে সিংহ শেষে বাঘকে ডেকে আনল
বাঘটা এসে মুচকি হেসে বীর পালোয়ান মানল।
ক’দিন পরে ভাব জমে তার সিংহ বাঘের সঙ্গে
আলাপ জমে সকাল দুপুর নানা রকম ঢঙে।
সত্যি কথা কেউ জানে না আসল কথা বন্ধ
লোকটা নিজেই করত আলাপ সে যে বধির অন্ধ।