এই লেখকের আগের ছড়াঃ ঋতু বৈকল্য
ব্রত রায়
গাঙ্গুরামের নাম শুনেছেন? প্রসিদ্ধি তার কিসে?
বিপ্লবী এক? কিংবা তিনি ঠান্ডুরামের পিসে?
জানেন না তো! যাক গে! বলুন ছিলেন কে ভীম নাগ?
তা-ও জানা নেই! না থাক, তাতে করছি নাকো রাগ!
বাঞ্ছারাম আর যুগোলস্ – এদের নামগুলো কি পড়া?
নয়? কী জিনিস আপনি দাদা? কোন্ ধাতুতে গড়া?
কে সি দাসের নাম শোনা নেই? বিশ্বাসই হয় না তো
দ্বারিক ঘোষের নামখানা যে প্রচন্ড বিখ্যাত!
শোনেন নি তা-ও? দাদার বাড়ি কলকাতা নয় তবে
মল্লিকস্ অব ভবানিপুর*? এই শুনেছেন সবে?
চিত্তবাবু**? এনার কথা সম্ভবত শোনা –
নয়? তাহলে বৃথাই গেল এসব আলোচনা!
গিরিশ দে আর নকুড় বাবুর নাম শুনেছেন ঠিক
শোনেন নি! যাহ্! এঁদের কথা ভুলছে কি পাবলিক?
কিংবা সে কি স্বাস্থ্য নিয়ে আজ সচেতন খুব?
মিষ্টিপ্রিয় বঙ্গবাসী দেয় না রসে ডুব?
কাজ বাঙালির নেই রে এসব মিষ্টি-দোকান চিনে
জলদি গিয়ে হলদিরামের পেঠা আনুক কিনে!
* বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক – কলকাতার প্রসিদ্ধ মিষ্টির দোকানের প্রতিষ্ঠাতা
** চিত্তবাবু – চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডার
গ্রাফিক্স্ঃ ইন্দ্রশেখর