বলে দিয়ে অবনীদা ডিম ভাত বানাতে
ছেঁচে পান চেঁচে খান, পরে যান থানাতে
থানাদার প্যালা ঘোষ চ্যালা তার প্যাঁড়া খায়
দারোগার গা রোগা কি, বাড়ি বাগডোগরায় ?
রেগে কাঁই প্যালারাম, বলে এ কি কোশ্চেন
সহবত শেখোনিকো, কী হিসেব কষছেন ।
রাগারাগি ছেড়ে বলে অবনী মুখুজ্যে
কেঁচে গেল বেঁচে থাকা সাধু চোখ বুজছে
কাল রাতে চুরি গেছে গোটা দুই মুরগি
এন্তার ডিম পাড়ে সকাল দুপুরকি
বেঁটে খাতা আনো দেখি, ও সি বলে প্যালারে
ডাইরিটা ঠিকঠাক লিখি এই বেলা রে।
‘বুঝে বল ঠিক রাত কটা হবে তখনই’
‘বড়ি খেয়ে ঘুমোই তো, ঘড়ি ঠিক দেখিনি’
চেঁচামেচি দেখে পাড়া ভেঙে পড়ে আবেগে
ভূতো যুগি বেতো রুগি পারে সে কি না রেগে
ক্রমে আসে জমে ভিড় পাড়া বেপাড়া থেকে
মোটা চাঁদু রোগা দাদু হাত ধরে নাতিকে
দারোগার দাবড়ানি, শোন ভুলে গেছি তো
মুরগিটা পেটে আছে শুনে যা কোঁকোর কোঁ।
ছবিঃ তিতিল
জয়ঢাকের সব ছড়া একত্রে