প্রসেনজিত চক্রবর্তীর আগের কবিতা পাখির গল্প
হঠাৎ করে ঈশানকোণে
ছোট্ট একটা মেঘ
ছড়িয়ে যায়, আকাশ জুড়ে
হাওয়ার বাড়ে বেগ।
সেই হাওয়াতে ভর করে মেঘ
ছড়ায় আকাশ জুড়ে
নিকষ কালো মেঘেরা সব
বেড়ায় ঘুরে ঘুরে।
একটু আগেও সুয্যিমামা
ভরিয়ে ছিল আলো
আলোর দাপট কমিয়ে দিয়ে
আকাশ এখন কালো।
এমনি করেই বৃষ্টি নামে
কখনও ভীষণ জোরে
কখনও বা সেই হাওয়াতেই
মেঘগুলো যায় উড়ে।
এইরকমেই আসা যাওয়ার
চলতে থাকে খেলা
কখনও আলো কখনও আঁধার
কাটবে সারাবেলা।