রোয়াল্ড ডাহ্ল্ এর আরো ছড়া—————— করাতদেঁতো । ছাগলে কী না খায় । পক্ষিরাজ গোরু । সিংহমামা । পারিশ্রমিক । টেলিভিশন । কাঁকড়াবিছে । তখন আর এখন।
যখন বৃদ্ধ হব
কৌশিক ভট্টাচার্য
বৃদ্ধ হয়ে শরীর ভেঙে বনলে জবুথবু
এ’ চিন্তাটাই আমার মনে তৃপ্তি দেবে তবু
সারাজীবন যা লিখেছি তোমরা যারা পড়
ছোট্ট যত ছেলেমেয়ে, অল্প কিছু বড় —
হও না ছোট, হও না বড় — কাজের ফাঁকে ফাঁকে,
আমার লেখা কয়েক ঝলক হাসিয়েছে তোমাকে।
(Roald Dahl এর লেখা As I Grow Old অবলম্বনে।)
জয়ঢাকের ছড়া লাইব্রেরি