তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে
রতু মাঝির বিপদ
তরুণকুমার সরখেল
মহুলটাঁড়ের মহুল ঘেরা বনে
রতু মাঝি কখন যে আনমনে –
পথ হারাল সাঁঝ বেলাতে এসে
এবং শেষে বনেই গেল ফেঁসে।
ঠিক তখনই কাঁসাই নদীর পাড়ে
দলছুট এক দাঁতালে ডাক ছাড়ে,
শুনেই সে ডাক রতু মাঝি বলে
হায় কী বিপদ ঢুকে এ জঙ্গলে।
হাতির আছাড় খেয়েই যাবো মরা
বাঁচাও আমায় হয়েছি পথ হারা।
এমন সময় হঠাৎ মাটি ফুঁড়ে
লখু শবর দাঁড়াল পথ জুড়ে।
বলল, আমি গাছের আড়াল থেকে
হাতির মত যেই দিয়েছি ডেকে –
অমনি দেখি চমকালো তোর পিলে
ভাবলি বুঝি বাঘের খেল গিলে।
আমি এখন রোজ দু-বেলা বনে
হরবোলা ডাক ডাকি আপনমনে।
রতু বলে গাছ-গাছালির মাঝে
এমন করে ভয় দেখাতে আছে ?
এই ছড়াটির সঙ্গে রতু মাঝির যে ছবিটা আঁকা হয়েছে তা অনবদ্য। অসাধারণ হয়েছে ছবিটা। শিল্পীকে ধন্যবাদ জানাই।
LikeLike
কী দারুন লাগল
LikeLike
তরুণ কুমার সরখেলের লেখা রতু মাঝির বিপদ পড়লাম l খুব ভালো লাগলো l তিনি কী সুন্দর চিত্রকল্প এঁকেছেন l আদিবাসী জীবনের উপর উপজীব্য গহন অরণ্য, হাতির দল….. সব কিছু নিয়ে ছড়া লিখে মন ভরিয়ে দিলেন l তরুণ বাবু থাকেন পুরুলিয়াতে l তিনি খুব নিকট থেকে যে পরিবেশ দেখেছেন, যেখানে তিনি বড় হয়েছেন, সেই গাছ, পাহাড় ফিরে এসেছে বিভিন্ন সময়ে তাঁর সাহিত্য সৃষ্টিতে l তাঁকে অনেক অনেক অভিনন্দন l
LikeLike
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
LikeLike