ছড়ার পাতা রতু মাঝির বিপদ তরুণকুমার সরখেল বর্ষা ২০১৮

তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে

রতু মাঝির বিপদ

তরুণকুমার সরখেল

‍মহুলটাঁড়ের মহুল ঘেরা বনে
রতু মাঝি কখন যে আনমনে –
পথ হারাল সাঁঝ বেলাতে এসে
এবং শেষে বনেই গেল ফেঁসে।

ঠিক তখনই কাঁসাই নদীর পাড়ে
দলছুট এক দাঁতালে ডাক ছাড়ে,
শুনেই সে ডাক রতু মাঝি বলে
হায় কী বিপদ ঢুকে এ জঙ্গলে।

হাতির আছাড় খেয়েই যাবো মরা
বাঁচাও আমায় হয়েছি পথ হারা।
এমন সময় হঠাৎ মাটি ফুঁড়ে
লখু শবর দাঁড়াল পথ জুড়ে।

বলল, আমি গাছের আড়াল থেকে
হাতির মত যেই দিয়েছি ডেকে –
অমনি দেখি চমকালো তোর পিলে
ভাবলি বুঝি বাঘের খেল গিলে।

আমি এখন রোজ দু-বেলা বনে
হরবোলা ডাক ডাকি আপনমনে।
রতু বলে গাছ-গাছালির মাঝে
এমন করে ভয় দেখাতে আছে ?

জয়ঢাকের ছড়া সংগ্রহ

4 thoughts on “ছড়ার পাতা রতু মাঝির বিপদ তরুণকুমার সরখেল বর্ষা ২০১৮

  1. এই ছড়াটির সঙ্গে রতু মাঝির যে ছবিটা আঁকা হয়েছে তা অনবদ্য। অসাধারণ হয়েছে ছবিটা। শিল্পীকে ধন্যবাদ জানাই।

    Like

  2. তরুণ কুমার সরখেলের লেখা রতু মাঝির বিপদ পড়লাম l খুব ভালো লাগলো l তিনি কী সুন্দর চিত্রকল্প এঁকেছেন l আদিবাসী জীবনের উপর উপজীব্য গহন অরণ্য, হাতির দল….. সব কিছু নিয়ে ছড়া লিখে মন ভরিয়ে দিলেন l তরুণ বাবু থাকেন পুরুলিয়াতে l তিনি খুব নিকট থেকে যে পরিবেশ দেখেছেন, যেখানে তিনি বড় হয়েছেন, সেই গাছ, পাহাড় ফিরে এসেছে বিভিন্ন সময়ে তাঁর সাহিত্য সৃষ্টিতে l তাঁকে অনেক অনেক অভিনন্দন l

    Like

    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s