রাত ফুরানোর শেষে
নুরজামান শাহ
কালকে রাতে মেঘরা নেমে চিলেকোঠার ঘরে,
ইলিম ঢিলিম স্বপ্নাবেশে নৃত্য তারা করে।
রাত নিঝঝুম নেই চোখে ঘুম জেগে আকাশ পানে,
তাকিয়ে দেখি মেঘবাহাদুর নাচছে মিঠেল গানে।
স্বপ্নপুরের নীল সীমানায় শূন্য তেপান্তরে,
রূপকথা আর চুপকথারা নাচগান সব করে।
লালপরি ও নীলপরিরাও নাচছে আপন মনে,
বনপলাশের সুবাস মেখে মিষ্টিমধুর ক্ষণে।
ইচ্ছে মনে খুশির গাঙে তুলছে নদী ঢেউ,
সাতসমুদ্দুর তেরো নদী নেই তো থেমে কেউ।
তখন দেখি সাতরঙা ঢেউ মেঘের কাছে এসে,
বলল, আমি রঙ ছড়াব রাত ফুরানোর শেষে।
জয়ঢাকের ছড়া সংগ্রহ