লোকটা
দেবাশিস বসু
আছে এক পদ্যলেখক
বেচারা নয় মোটে ঠক
ছড়া তার লেখার যে শখ
লেখে খুব বিচ্ছিরি সে
বাড়ি তার বারাকপুরে
স্বভাবে ভবঘুরে
গান গায় বিকট সুরে
খেয়ে রোজ মিচ্ছিরি সে।
লেখা তার হয় না ছাপা
বুকে সেই দুঃখ চাপা
প্রাণে গান গা-মা-গা-পা
সকলে তুচ্ছ করে
প্রতিদিন গ্রীষ্ম-শীতে
নিঃস্ব নীল নিশীথে
বোতলে আর শিশিতে
জোছনার গুচ্ছ ভরে
ফি বছর চোত-বোশেখে
সাহারায় ক’দিন থেকে
সকালে জানায় ডেকে
এখানে ঠান্ডা কী যে!
লোকটার নাম কী জানো?
আনো এক আয়না আনো
হয়নি চুল আঁচড়ানো
লোকটা আমিই নিজে।
ছবিঃ ইন্দ্রশেখর
জয়ঢাকের ছড়া লাইব্রেরি