রুচিস্মিতা ঘোষের আগের ছড়াঃ– আকাশ , দূরন্ত দুপুরে, বৃষ্টি এলো
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’ কবিতাটির অবলম্বনে
ল্যাম্পপোস্ট
ল্যাম্পপোস্ট এক পায়ে দাঁড়িয়ে
সব পথ মাড়িয়ে
দেখে শুধু পথকেই।
মনে সাধ সব পথ ছাড়িয়ে
সকলকে হারিয়ে
হেঁটে যাবে পথেতেই।
তাই তো সে ঠিক তার মাথাতে
আলোমাখা ছাতাতে
ইচ্ছাটি মেলে তার।
মনে মনে ভাবে বুঝি ছাতা এই
পথে চলা মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন রোদ্দুরে ঝরে ঘাম
ঘোরে শুধু ডায়ে বাঁম
হাঁটে যেন ভাবে ও।
মনে মনে সারাপথ বেড়িয়ে
সকলকে এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তারপরে দিন যেই শেষ হয়
আঁধার নিবিড় হয়
ফেরে তার মনটি।
মনে ভাবে এই স্থানে মাটি তার
ভালো লাগে বারবার
আলোকিত কোণটি।
ছবিঃ তিতিল