রওশন মতীনের আরো কবিতা – ———————————————————————— দুটি কবিতা, আমার আছে, ছোট্টো পাখি, শৈশবের দিনগুলি , নতুন দিনের বার্তা, হারিয়ে যাবে
শীতের শহরে
রওশন মতিন
হিম কুয়াশার শহর খিলানে
ঘুমের চাদরে রাত,
কুণ্ডলী দিয়ে রাস্তার পাশে
টোকাইয়েরা চিৎপাত।
বিলাসী দালান বুক উঁচু কত
স্বপ্নিল কারুকাজে,
কান্নারা জমে শিশিরের মতো
তাদের বুকের ভাঁজে।
শহর ঘুমায় শান্তির নীড়ে
খুলে রেখে তার তাজ,
চাঁদ উঁকি দেয় কুয়াশার ভিড়ে
একা বাউলের মতো সাজ।
শীতের রাখাল দরজায় কড়া নাড়ে
জ্যোৎস্না ছড়ানো মায়াবী উঠোন,
স্মৃতিরা ছোটে তেপান্তরে
কোথায় হারায় আনমনা মন।
আড়মোড়া ভাঙা সূর্যের রথে
রোদ্দুর, পাখি সকালের সুরে
ব্যস্ত জীবন চলে পথে পথে
পায়ে পায়ে যায় দূর, বহুদূরে।
ছবিঃ তিতিল
কুশুল ক ল্যান কামনা
LikeLike
অনেক ধন্যবাদ। এই ভালোবাসাটুকুর জন্যেই তো দুহাত পেতে অপেক্ষায় থাকে জয়ঢাক!
LikeLike