এই কবির আগের ছড়াঃ একই ডালের পাখি
সন্তান
সাগর আল হেলাল

পেটে অনেক ক্ষিদে,
কাজে গেলাম মাইনে পাবো
পড়া ছাড়লাম জিদে।
মুখটা তোমার শুকনো দেখে
চোখে আসে পানি,
কেমন করে পড়তে বসি
কাঁদে পরাণখানি।
আমায় মানুষ করতে যদি
যাও তুমি মা মরে,
কার আঁচলের ছায়ে বলো
বাঁচবো গর্ব করে ?