ইতি-হাসছি ১
খাইবার পাস দিয়ে
যাইবার কালে,
চেঙ্গিস খান
যিনি দুনিয়া কাঁপান,
ঘোড়া নিমগাছ থেকে
পাড়া ফল খান।
নিমফল অতি তেতো
মুখ হল বিকৃত,
চেঙ্গিস রেগে ধরে
ইংলিশ গান।
এ কাহিনী ইতিহাসে
চেপে গেছে; লেখেনি সে,
দামী এই তথ্যটি
আমি করি দান
GK-টা বাড়ান।
ইতি-হাসছি ২
তৈমুরচাচা নাকি অতিশয় লং
তরোয়াল জুড়ে তার লেগেছিল জং,
যুদ্ধু করতে তবু তুখোড় এবং
মুন্ডু কাটায় ছিল নিজস্ব ঢং।
মাটিতে ঝরত মাথা টুক টাক টং
পালাও বরং।
ছবি- মৌসুমী