আছে এক গাম্বি বিড়াল
নাম তার জেন্নিডট
গায়ে তার বাঘের ডোরা
মাঝেমাঝে লেপার্ড স্পট
সারাদিন অধিষ্ঠিতা
কার্পেট, সিঁড়ির ঢাল
মুখ তার হাঁড়ির মতন
তাই সে গাম্বিড়াল
সন্ধেবেলা যখন সবার কাজকম্মের ক্ষান্তি হয়
গাম্বিড়ালের কর্ম শুরু এখন সে আর আলসে নয়
নিভিয়ে আলো যখন সবাই চক্ষু বুঁজে নিদ্রা যায়
গাম্বি তখন ভাঁড়ার ঘরে বিদ্যালয়ের বেল বাজায়
ইঁদুরগুলো মূর্খ বেজায় শিক্ষাদিক্ষা পায়নি তো
স্বভাব তাদের বিশ্রি ভারী ইশকুলে কেউ যায়নি তো!
গাম্বি তাদের একসারিতে দাঁড় করিয়ে চালায় স্কুল
কেমন করে সাধবে গলা কেমন করে বুনবে উল
আছে এক গাম্বি বিড়াল
বাঘা তার গায়ের লোম
তার মত নেইকো দুটি
ভালোবাসে আলতো ওম
সারাদিন উনোনধারে
রোদ কি টুপির ভাঁজ
মুখ তার হাঁড়ির মত
তাই সে গাম্বি রাজ
সন্ধেবেলা যখন সবার কাজকম্মের ক্ষান্তি হয়
গাম্বিড়ালের কর্ম শুরু এখন সে আর আলসে নয়
আরশোলারা বেকার বসে, তাদের নিয়েই ভাবনা তার
সারাটাদিন দুষ্টুগুলো তাইতো করে অত্যাচার
আরশোলাদের ক্লাব বসিয়ে স্বেচ্ছাসেবক দল গড়ে
সারাটা রাত এঘর ওঘর সব কিসিমের কাজ করে
চলো তাই গাম্বিড়ালের
নামে হোক তিন চিয়ার
এ বাড়ির খেয়াল রাখে
গাম্বি মাই ডিয়ার