ছড়ার পাতা জানতে এলাম তাপস শঙ্কর ব্রহ্মচারী শীত ২০১৬

কেজি পাঁচেক পেস্তা নেব,chhorajanteelam

দামটা কত পড়বে ভাই?

তার সাথেতে ঐ পরিমাণ

আখরোট আর বাদাম চাই।

কিসমিস কি পাওয়া যাবে,

চলছে কত কেজি তার?

মর্তমান কি নকল নাকি,

আসলটা ত পাওয়াই ভার।

গাওয়া ঘিও দেখছি আছে,

চলছে কত বাজার দর?

বার কর তো গোটা কয়েক

ল্যাংড়া কিংবা হিমসাগর।

লাগবে কী কী শুনলে ত সব

বলো দেখি ঠিক করে –

যা যা জিনিস লাগছে আমার

সব মিলিয়ে কী পড়ে।

নেব কখন? আরে বাপু,

সে তো পরের কথা –

এখন কেন ওসব নিয়ে

করছ মাথা ব্যাথা।

মাথায় আমার হঠাৎ এল

রাস্তা দিয়ে যেতে,

জানতে এলাম লাগবে কত

ভোরের টিফিন খেতে।

ছবিঃ মৌসুমী

  জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

       

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s