গ্রামটি আমার হলুদডাঙা
বলছি খুলে সব –
ভোরেরবেলা শীতল হাওয়া
পাখির কলরব।
খালের উপর বাঁশের সাঁকো
পারাপারের পথ
গাজন মেলা রঙের হোলি
আষাঢ় মাসে রথ।
রাত আকাশে জ্যোৎস্না যখন
জানলাটা দিই খুলে
কাঁঠালগাছের মাথায় দেখি
আধখানা চাঁদ ঝুলে।
ছোট্ট নদী বইছে একা
ভীষণ নীরবতা –
জংলী গাছে ফুল ফুটেছে
দুলছে লাজুক লতা।
মৌমাছি আর প্রজাপতি
আলপনা দেয় ফুলে
ভাটিয়ালি গান শোনা যায়
কংসা নদীর কুলে।
পুকুরধারে ঝিঙে-মাচান
উড়ছে শালিক টিয়ে
ভালই আছি আমরা সবাই
ওসব কিছু নিয়ে।
ছবিঃ মৌসুমী