ছড়ার পাতা বাদশাহ ম্যাকাভিটি টি এস এলিয়ট অনুবাদ আবু হোসেন শরৎ ২০১৮

এলিয়টের আগের ছড়াগুলো বিল্লিনামাগাম্বিড়ালহালুমবারামটাম টাগ্‌গারজেলকলিদের গানমঙ্গনজেরি আর রামপালটাইগারদাঁতেরেনমিরামপাস মার্জার কথামিস্টোফিলি

টি এস এলিয়ট
ভাষান্তর দেবজ্যোতি ভট্টাচার্য

ম্যাকাভিটি ম্যাকাভিটি রহস্যে ভরা জীব
গুপ্তথাবাও তাকে ডাকা হয়
অন্ধকারের রাজা; কানুনের কড়া সাজা,
সেপাই, পুলিশে তার নেই ভয়

বোকা বনে ধোঁকা খায় পুলিশের ইন্টেল
হার মানে পুলিশের প্যাঁচারা
যখন হাজির হয় দেখে ম্যাকাভিটি নয়
বসে আছে আর কোনো বেচারা

ম্যাকাভিটি ম্যাকাভিটি তার মত কেউ নাই
ম্যাকাভিটি ভানুমতি পুত্র
মানুষের আদালত তার কাছে নাকে খত
হার মানে গ্র্যাভিটির সূত্রও
ভারতের ফকিরেরা তার চেয়ে নয় সেরা
আকাশবিহারী মহামন্ত্রে
চুরি করে পাড়াময় বমাল উধাও হয়
হাওয়া কেটে কুম্ভকি তন্ত্রে

কিচেনে ভাঁড়ার ঘরে পিছুপিছু তাড়া করে
কোনোখানে তার দেখা পাবে না
চুরি করে সেরে খাওয়া চোখের পলকে হাওয়া
লেজের টিকিটি দেখা যাবে না

কোঁচকানো ভুরু আর মাথাটি বেজায় ভার
ধুলোমাখা দেহখানি ময়লা
সোনাহেন রঙদার ঝাঁটাহেন গোঁফ তার
চোখ যেন গণগণে কয়লা
মাথাখানি বারবার ইতিউতি দোলে তার
দুনিয়াকে চোখে রাখে বন্দি
ভাবো যদি ঘুমে কাদা বড় ভুল হবে দাদা
আঁটছে সে শয়তানী ফন্দি

ম্যাকাভিটি ম্যাকাভিটি নাই কোন জুড়ি তার
ম্যাকাভিটি সাধুবেশে ভণ্ড
বেড়ালের দেহে ও যে শয়তানী অবতার
যায় যেথা সব করে পণ্ড

দেখা মেলে গলিপথে বাগানে ও বাড়িতে
দেখা মেলে পার্কের চারিধার
শুধু যদি চুরি হয়, সেখানে কিছুতে নয়,
আশপাশে মিলবে না দেখা তার

বাহিরে সে সুধীজন(জুয়াখেলা ভিন্ন)
পুলিশের কাছে তার নেই পদচিহ্ন
চুরি হলে সোনারুপো মাছ মাস অণ্ড
গ্রিনহাউসের কাচ হলে চার খণ্ড
সাজা হবে জ্যাকবের, মিসিকা কি নিকিতার
ম্যাকাভিটি? সেইখানে মিলবে না টিকি তার

কখনো বা বাধে যদি দেশে দেশে যুদ্ধ
মিলিটারি ম্যাপ গাপ হয় খাপশুদ্ধ
সিঁড়িতে কি করিডোরে মেলে পদচিহ্ন
ধরা পড়ে আর কেউ ম্যাকাভিটি ভিন্ন

গুপ্তচরের দল শত হেঁকে বলে ‘ওই
ম্যাকাভিটি দায়ী ছিল, সত্যি!’
দেখা যাবে ম্যাকাভিটি বহু দূরে। পড়ে বই,
প্রমাণ পাবে না একরত্তি
দেখা যাবে ম্যাকাভিটি থাবা চাটে আরামে
মাদাগাস্কারে, চিনে, চিলিতে
থাবায় কলম ধরে কী কঠিন ভাগ করে
উত্তর চায় নাকো মিলিতে

নিদোষ প্রমাণ থাকে সদাই মজুত তার
আস্তিনে গুটি চার ভাইরে
ঘটে যদি অপরাধ দিও না কো অপবাদ
ম্যাকাভিটি সেইখানে নাই রে।
দুনিয়া কাঁপানো যত অপরাধী মার্জার
(যথা মঙ্গনজেরি, গ্রিডবাট)
যত বড়ো হোক ডাকু, ম্যাকাভিটি গুরু তার
ক্রাইমের নেপোলিয়ঁ বোনাপাট

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s