প্রিন্স মাহমুদের আগের কবিতাঃ ও চাঁদ , জোনাকি, মনের কথা , টাকমাথা লোকটা, আমরা শিশু ফুলের কলি, অলস ঘোড়া, ভাল্লাগে না হোমওয়ার্ক
লেজি খোকার বন্ধু বেজি
প্রিন্স মাহমুদ হাসান
গাছের নিচে বিকেল বেলায় খেলছিল এক খোকা,
হঠাৎ করে এক থাবাতে ধরল কালো পোকা।
পোকা ছিল ভীষণ পাজি মারল তাকে গুঁতো
তাই সে রেগে পোকার দিকে মারল ছুঁড়ে জুতো।
জুতো গিয়ে পড়ল তখন বানর মামার হাতে,

সেটাই নিয়ে গাছে চরে সেলফি উঠায় বানর
আরেক বানর তাই দেখে ইশ ধরল চেপে কান ওর।
হাসছে খোকা এমন দেখে পাচ্ছে মজা কী যে!
এমন সময় বৃষ্টি এলো বানর গেলো ভিজে।
সেই খুশিতে খোকা লাফায়, বৃষ্টি পড়ে ঝর্ ঝর্
পিছলে গিয়ে দুষ্টু বানর, নামল নিচে তর্ তর্।
জুতো নিয়ে তবু বানর খিল খিলিয়ে হাসে
একে একে চারটি আরও দাঁড়াল তার পাশে।
জুতো ছাড়া কেমন করে ফিরবে খোকা ঘরে,
হাঁটতে গেলে কেঁচো যদি আচ্ছা মতন ধরে!
জুতোর জন্য কাঁদছে জোরে খোকাবাবু যখন
শ্যাওড়া গাছের বুড়ো ভূত তার সামনে এলো তখন।
ভূতটা দিল জুতো এনে কিরিং কিরিং ম্যাজিকে
সাথে দিল বাদামি এক নাদুস নুদুস বেজিকে।
বেজি পারে ঘোড়া হতে হতে পারে হাতি
গরম হলে পাখা হয় সে বৃষ্টি হলে ছাতি।
খোকা যখন ঘুমিয়ে যায় পালিয়ে যায় বেজি
খোকার মত এই বেজিটা নয়তো তেমন লেজি।
জয়ঢাকের ছড়া সংগ্রহ