আজ জ্যোৎস্নারাতে সবাই দ্যাখে খেলা
বসন্তের এই মাতাল ভুভুজেলা॥
বাজারে আজ যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় টিভি আগে চালা।
কোন চ্যানেলে দেখাচ্ছে আজ খেলা॥
টিভির চ্যানেল বহু যতন করে
কেউ না ঘুরায়, দেখতে হবে মোরে।
চোখদুটো আজ খোলাই রবে,
কী জানি গোল কখন হবে
হাইলাইটস দেখাবে সকালবেলা
বসন্তের এই মাতাল ভুভুজেলা॥
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায় জয়ঢাকের ছড়া সংগ্রহ