খাব বাংলার তেলকই
বড় ভালবাসি তেলকই
আমি আরো ভালবাসি সর্ষে ইলিশ
মুড়কি মুড়ি ও খই।
আমি লাবড়ার দেখি স্বপ্ন
আমি খেজুরে খুঁজেছি গুড়
আমি ডাল ভাত আলুচচ্চড়ি খেতে
যেতে পারি বহুদূর।
বাংলা আমার গরমে শুক্তো
শিশিভরা আমচুর
আমি বসে শেষপাতে মেখে নিই ভাতে
পাকাকলা ভেলিগুড়।
আমি চমচম ভালোবাসি
আমি ঝাল কম ভালোবাসি
আমি মোচার ঘন্ট খেতে পেলে চিতা
ছেড়ে সোজা উঠে আসি।
পাঁঠার কালিয়া স্বর্গ আমার
মুইঠ্যা প্রাণের সুখ
আমি একবার চাখি
বারবার চাখি
ভাজা চিকেনের বুক।
আমি শেষপাতে চাখি দই
খাঁটি মিঠে লালসাদা দই
আমি লাউচিংড়িতে চাপড়ঘন্টে
দিবানিশি মজে রই
খেয়ে ডিমের ডেভিল,মোগলাই
খেয়ে বৌদির বিরিয়ানি
আমি ভেলপুরি চাট ফুচকার জলে
ধরায় স্বর্গ মানি
পটল পোস্ত জীবন আমার
ঘন্ট প্রাণের সুখ
আমি একবার চাখি
বারবার চাখি
ভাজা চিকেনের বুক
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায় জয়ঢাকের ছড়া সংগ্রহ
বাহ !
LikeLike