আমি রিক্সা করে ফিরতেছিলাম নিঝুম নিশীথ রাতে
তুমি তখন গামছা শুকোও জ্যোৎস্না বারান্দাতে।
সবাই বলে দিচ্ছে প্রোমো লুচির সাথে আলুর দমও
ঘিয়ে ভাজা ফুলকো লুচি কী অপূর্ব স্বাদ!
আমি হঠাৎ প্রশ্ন করি, মাংস কেন বাদ?
আজি এতক্ষণে সময় হল আনন্দ উৎসবে,
লক্ষ্মী পুজো ঘরে ঘরে খিচুড়ি ভোগ হবে;
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কোজাগরী পূর্ণিমাতে
খুচরো কিছু যৎসামান্য বড় রাস্তার ধারে
বাস অটোতে খুচরো লাগে শনি মঙ্গলবারে।।
দেখি কোত্থেকে সব খবর পেল মিডিয়া আর প্রেসে
বলল নিয়ম কানুন বুঝি পাল্টে গেছে দেশে
চায়না থেকে আসছে ছাতা কোথায় তোমার কচুর পাতা
টিচার সে তো ভীষণ রাগী বলেন তৎক্ষণাৎ
‘ক’ লিখতে কলম ভাঙে অন্নরে কয় ভাত।।
মরি সাবমেরিন না যুদ্ধ জাহাজ কমন পড়ল কিছু
ব্রেকফাস্টে ব্রেড অমলেট আর সঙ্গে কাঁঠাল লিচু
তোমার তো স্যার স্বভাব আছে ঢ্যাঁড়শ ফলাও বেগুন গাছে
হিসেব নিকেশ প্রফিট লসে হাজার টাকা দেনা।
ত্রৈরাশিক আর ভগ্নাংশের কিচ্ছুই মিলছে না।।
যবে ব্যাগ দুখানি লোকাল ট্রেনে রাখতে গেছি, সে কী!
হকারদাদা গামছা শসা বিক্রি করে দেখি;
ব্যাগ হারাল লোকের ভিড়ে গোলমরিচ আর পোস্ত জিরে
তখন ভাবি শপিং মলে নিতাম দু ব্যাগ ভরে,
অনলাইনে বাজার এখন পকেট শূন্য করে।।