আগের সব প্যারডি একত্রে
কাবাব খান
আশুতোষ ভট্টাচার্য
প্যাকেট করা তালের বড়া,
জর্দা দেওয়া পান
পাতালে আসমানে আমি
গেয়েছি মোর গান
সংশয়ে তার আগে কাবাব খান।
শরৎকালে
মাছের ঝোলে
সরষে বাটা
রাজমা ছোলে
মে দিবসে পাশের পাড়ায়
ঘুগনি বাটার নান
সংশয়ে তাই আগে কাবাব খান।
গোবর কাদায় পা ফেলেছি,
ভিক্টোরিয়া যেতে
বাসের হর্নে চমকে উঠি
মনের আনন্দেতে
মিছিল মিটিং মাথায় শিরস্ত্রাণ
সংশয়ে তাই আগে কাবাব খান।
সবজি কেটেছি,
রুটি বেলেছি
নিজের টাকে তেল ঢেলেছি
পুরের খোঁজে পুরস্কারে
এসব নিছক ফান
সংশয়ে তাই আগে কাবাব খান।