গাধার মোট
সপ্তর্ষি চ্যাটার্জী
মোটের ‘পরে মোট জমেছে
গাধার পিঠের পাশে,
গাধায় কেন দাঁড়িয়ে রাখো
মুখ না দিয়ে ঘাসে।।
মোটের ‘পরে …
সারাটি দিন ধোপার কাজে
ব্যস্ত রাখো এই সমাজে।
ল্যাজের দিকে একটি মাছি
ভনভনিয়ে আসে।
গাধায় কেন দাঁড়িয়ে রাখো
মুখ না দিয়ে ঘাসে।।
মোটের ‘পরে …
তুমি যদি না খেতে দাও
করো এমন হেলা
মানেকা গান্ধীকে খবর
পাঠাচ্ছি এইবেলা!
কাজেও গাধা দেয় না ফাঁকি
তারই সাথে এই চালাকি!
তোমার গলাও বাঁধবে অমন
প্রাণান্তকর ফাঁসে!
গাধায় কেন দাঁড়িয়ে রাখো
মুখ না দিয়ে ঘাসে।।
মোটের ‘পরে …
জয়ঢাকের ছড়া সংগ্রহ