চুন ভরিয়ে জর্দা দিয়ে
মোরে আরো আরো আরো দাও পান।
মম জীবনে মম যাপনে
মোরে আরো আরো আরো দাও ফান।।
আরো আলু, আরো আলু
খেয়ে হোক পেট আলুথালু।
ভেলিগুড়ে মধু পুরে
মুখে ফেলে আরো হই আনচান।।
আরো বেদানা, আরো বেদানা।
প্রভু দাও মোরে কাবুলিচানা।
ধার মিটায়ে কুলো পিটায়ে
করি আহ্বান, করি কাকস্নান।
আরো থেমে আরো ঘেমে
খেয়ে ছবি হয়ে যাই ফ্রেমে
সুধাসুখে আমি মুখে
ফেলি আরো আরো ডিম আরো নান।।
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায় জয়ঢাকের ছড়া সংগ্রহ