আগের সব প্যারডি একত্রে
প্রাণ ভরিয়ে
প্রকল্প ভট্টাচার্য
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
তোরা আরো আরো আরো কর স্নান ।
তব ভুবনে তব ভবনে
এই মে-জুন-এ সূর্য খরশান॥
তোরা আরো আরো আরো কর স্নান ।
চলে পাখা, চলে এসি,
তবু পারদ চড়ছে বেশি
থেকে থেকে আনি ডেকে
ওই আইসক্রিমের গাড়িখান ॥
তোরা আরো আরো আরো কর স্নান ।
আরো বেদনা আরো বেদনা প্রভু,
গরমেতে আর কেঁদো না।
তাপ কমায়ে, বারি নামায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।
আরো ঘেমে আরো ঘেমে হায়
আমি ডুবে যাই নেমে।
সুধাধারে আপনারে তুমি
আরো আরো আরো করো দান॥
তোরা আরো আরো আরো কর স্নান
জয়ঢাকের ছড়া সংগ্রহ
সুর করে গাও সবে প্রকল্প সঙ্গিত
LikeLiked by 1 person