আগের প্যারডিগুলো
মনে কর স্পেস স্টেশান ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
তুমি যাচ্ছ স্পেসশিপে মা চড়ে
পোর্টহোলটি একটুকু ফাঁক করে
আমি যাচ্ছি স্পেস বাইকে চেপে
ঘরঘরিয়ে তোমার পাশে পাশে
আকাশ জুড়ে অনেক দূরে দূরে
তারার হাওয়ায় কমেট উড়ে আসে
স্পিড বাড়ালাম যেদিক পানে চাই
কোথাও কোনো জলগ্রহ নাই
তুমি যেন আপনমনে তাই
ভয় পেয়েছ, বলছ, এলেম কোথা
আমি বলছি ভয় পেও না মা গো
ওই দেখা যায় প্ল্যানেট গগনপোতা
ব্ল্যাক হোলেতে পথ রয়েছে ঢেকে
মাঝখানে তার স্পেস গিয়েছে বেঁকে
আকাশ জাহাজ নেইতো কোনোখানে
পালিয়ে গেছে সবাই দূরের পানে
আমরা কোথা যাচ্ছি কে তা জানে
অন্ধকারে যায় না দেখা ভালো
তুমি যেন বললে আমায় ডেকে
ব্ল্যাক হোলেতে ওই যে কীসের আলো
এমন সময় ঘ্র রে রে রে
যুদ্ধজাহাজ আসতেছে ডাক ছেড়ে
তুমি ভয়ে স্পেসশিপে এক কোণে
হকিং টকিং স্মরণ করছ মনে
পাইলটেরা অ্যাস্টেরয়েড বনে
শিপ ছেড়ে সব কাঁপছে থরো থরো
আমি যেন বলছি তোমায় ডেকে
আমি আছি ভয় কেন মা করো?
হাতে ফেজার মাথায় সবুজ চুল
কানে তাদের গোঁজা লেজার ফুল
আমি বলি দাঁড়া খবরদার
এক পা কাছে আসিস যদি আর
এই চেয়ে দেখ ডেথ-রে তলোয়ার
টুকরো করে দেব তোদের সেরে
শুনে তারা ইঞ্জিনে স্টার্ট দিয়ে
গর্জে উঠল ঘ্র-রে-রে-রে
তুমি বললে যাস নে খোকা ওরে
আমি বললাম দেখ না চুপ করে
ছুটিয়ে স্পেবাইক গেলেম তাদের মাঝে
শানিকশিনিক লেজার ফেজার বাজে
কী ভয়ানক লড়াই হল মা, যে
শুনলে তোমার গায়ে দেবে কাঁটা
সব এলিয়েন পালিয়ে গেল ভয়ে
রইল যারা মুণ্ডু গেল কাটা
এলিয়েনদের সঙ্গে লড়াই করে
ভাবছ খোকা গেলই বুঝি মরে
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে লড়াই গেছে থেমে
তুমি শুনে স্পেসওয়াকে নেমে
চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে
বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল
কী দুর্দশাই হত তা না হলে
আহা.. খাসা খাসা.. জয় গুরু
LikeLike