আগের প্যারডিগুলো
সরস্বতী
দেবজ্যোতি ভট্টাচার্য
সরস্বতী বিদ্যেবতী,
তোমায় দিতাম খোলা চিঠি।
একটু দয়া করো মাগো,
মেল আইডিটা দাও।
এত্তো উঁচু ক্লাশের মেয়ে
ফেসবুকে নেই তাও!
শুনলে তোমার দু:খ হবে, মাগো।
কোন দেশেতে ধান বেশি হয়,
কোন দেশেতে গম,
কী লাভ পড়ে কোথায় আছে
বিদেশ হনলুলু,
গুগল করে দেখলেই তো হয়,
সময় লাগে কম।
পরীক্ষাতে ফোন তবু ব্যান
তাইতো লাগে ভয়,
এসব কথাই মেল পাঠাব
নালিশ করে নয়।
সত্যি করে বলছি তোমায় মাগো,
কিলো মিলো হেক্টো ডেকা
যোগ বিয়োগুণভাগ
কলমখাতায় কষতে হলে
ধরবে না কি রাগ?
ক্যালকুলেটর দেয় না কেন
কত্তো সহজ হয়,
এসব কথাই মেল পাঠাব
নালিশ করে নয়।
জয়ঢাকের ছড়া সংগ্রহ