ভ্রমণ ডারবানের ডায়েরি রেলরঙ্গ ২ দীপক গোস্বামী শীত ২০১৭

ডারবানের ডায়েরি  আরেক পর্ব,  ডারবানের গল্প-রেলরঙ্গ১ম পর্ব

ডারবান ঘুরে এসে দীপক গোস্বামীর রিপোর্ট আর ANNE MARIE NZIOKI এবং ঋতুপর্ণ গোস্বামীর ছবি)

১৬। ডারবানের একটা দ্রষ্টব্য VIRGINIA CIRCLES MINIATURE TRAINS. এটা পরিচালনা করেন ৯৪ বছরের পুরনো ডারবান সোসাইটি অব মডেল ইঞ্জিনিয়ার্স। কয়লা দিয়ে স্টিম তৈরি করে এই মডেল ট্রেন চলে। 

১৭। প্রতিমাসের দ্বিতীয় রবিবারে এটা চালানো হয়। প্রচুর যাত্রী। ড্রাইভার এবং ছয় থেকে দশজন যাত্রীকে দু’ধারে পা ঝুলিয়ে বসতে হয়।

১৮। স্টিম ইঞ্জিনের পাশাপাশি ডিজেল ইঞ্জিনও আছে, যদিও যাত্রীদের প্রথম পছন্দ স্টিম ইঞ্জিনই।

১৯। ইঞ্জিন যাই হোক না কেন, সবগুলোতে বাচ্চারাই প্রধান অতিথি।

২০। আট থেকে দশ মিনিটের যাত্রার জন্য রীতিমতো টিকিট কেটে ট্রেনে উঠতে হয়।

২১। টিকিট পরীক্ষার ব্যবস্থাও আছে।

২২। আকারের তুলনায় অথেষ্ট ভালো গতি এবং ট্রেনের চাকার শব্দে প্রকৃত রেলযাত্রার আনন্দই পাওয়া যায়। বলা বাহুল্য, যাত্রীরাও সবাই খুশি।

সমস্ত জয়ঢাকি ভ্রমণ একসাথে

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s