তোমায় ছাড়া ঘুম আসে না মা যে
কান পেতে রই গভীর রাতে।
টুপটাপ ওই হিমের সাথে
ওই বুঝি তোর পায়ের আওয়াজ বুকের মধ্যে বাজে।
কোথায় মা তুই হারিয়ে গেলি নীল আকাশের মাঝে।
তোকে ছাড়া ঘুম আসে না মা যে
ছোট্টবেলার কথা মাগো, পড়ছে ভীষণ মনে।
বোশেখ মাসের দুপুরবেলা,
গুটিয়ে নিয়ে সকল খেলা
ভূতের ভয়ে জড়িয়ে গলা, কাঁপছি ক্ষণে ক্ষণে।
সবকিছু কি হারিয়ে গেল ছোট্টবেলার সনে?
চাঁদের বুড়ির গল্প বলে ঘুম পাড়িয়ে দিয়ে
চুপটি করে পালিয়ে গেলি শিউলিতলা দিয়ে
কেন মাগো এমনতর আমার সাথেই হয়?
সবাই বলে হারিয়ে গেলে চাঁদের দেশেই রয়।
তবে কি তুই আছিস মা গো লুকোচুরির দেশে?
হয়তো আমার মা হয় নয়, অন্য কোনো বেশে?
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে
সুন্দর ছড়া
LikeLike