দীপ মুখোপাধ্যায়ের আগের ছড়া- সেসব নিয়ে
লোকাল ট্রেনে কিংবা বাসে
টিকিট কাটে লোকে,
রাত কেটে যায় খিদের জ্বালায়
ঘুম আসে না চোখে।
পকেটমারে পকেট কাটে
নাপিত কাটে চুল,
সময়গুলো ভালোই কাটে
যেই ছুটি ইস্কুল।
খাল কেটে কি কুমির আসে
তাল কেটে হয় গান?
ছুরির ধারে হাত-পা কাটে
লজ্জা কাটে কান।
গাছ কাটা তো বেআইনি কাজ
মাইনে কাটে আপিস,
সুদ কেটে নেয় মহাজনে
মূল টাকা হয় হাপিস।
উড়ছিল ভো-কাট্টা ঘুড়ি
ছাড়াচ্ছে দশতলা,
ব্যবসায়ীরা কারসাজিতে
ক্রেতার কাটে গলা।
হাঁসের ছানা সাঁতার কাটে
বিপদ কাটে এলে,
মেঘ কেটে হয় ফরসা আকাশ
আঁধার কেটে গেলে।