মা যে আমার কাজলাদিদি শোলক বলা
মা যে আমার সন্ধ্যারতির তুলসীতলা।
মা যে আমার পুণ্যতোয়া শীতল নদী
মা যে আমার গায় সুরে গান নিরবধি।
মা যে আমার গল্প-বলা ঠাম্মা-পিসি
মা যে আমার বক্ষ জুড়ে দিবানিশি।
মা যে আমার স্নেহময়ী, অতুল মায়া
মা যে আমার ধরার বুকে সবুজ ছায়া।
মা যে আমার শিউলি সকাল সোনালি দিন
মা যে আমার উত্তরণের বাজাল বিন।
মা যে আমার ভুবনডাঙার মনোময়ী
মা যে আমার বাংলাভাষা বিশ্বজয়ী।
মা যে আমার ভালোবাসার লক্ষ হিরে
মা যে আমার অবলা মন পাখির নীড়ে।
মা যে আমার আলোয় ফেরা খুশির হরষ
মা যে আমার কুসুমকলির কোমল পরশ।
মা যে আমার সুখেদুঃখে আছে রবে
মা যে আমার স্বপ্ন-দেখার গান শোনাবে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে