সুমি চক্রবর্তীর আগের লেখাঃ পুজো প্যাকেজ, কেয়ার অফ চাঁদমামা, হোম ওয়ার্ক
খুড়ো আর খুড়ি দুটি বুড়ো বুড়ি
দিয়ে শাল মুড়ি পাড়ি দিল পুরী।
ট্রেনে উঠে রাতে একই কামরাতে
আছে যারা সাথে গল্পেতে মাতে ।
খুড়ো জড়োসড়ো বলে থরোথরো
‘বিছানাটা করো,চলো শুয়ে পড়ো’।
ভোর ছটা কুড়ি বড় হুড়োহুড়ি
জেগে বলে বুড়ি “এসে গেছি পুরী”।
ঝোলাঝুলি টেনে নামালো স্টেশনে
চলে গাড়ি এনে ‘লজ সি হেভেনে’
স্নান সেরে নিয়ে মন্দিরে গিয়ে
ভিড় সামলিয়ে দাঁড়ালো এগিয়ে ।
“হে জগন্নাথ ,করি প্রণিপাত
ধরো হাতে হাত ,শেষে দিও সাথ ।
এল শুভক্ষণ ,সে সাধ পূরণ
প্রভু দরশন ,ভরে গেল মন।
তীর্থের শেষে ঘরে ফিরে এসে
খুড়ো বলে হেসে “ যাবে ঋষিকেশে ?”
খুব ভালো হয়েছে। ছন্দের মিল অসাধারণ।
LikeLike
অসংখ্য ধন্যবাদ শর্মিষ্ঠা।
LikeLike
খুব সুন্দর হয়েছে। কবিতার মধ্যে দিয়ে ছোট্ট করে পুরী ভ্রমণ হয়ে গেল।
LikeLike
অনেক ধন্যবাদ জানাই। শুভেচ্ছা রইল।
LikeLike