ভাবো যদি আকাশপথে
হাওয়ায় ভেসে ভেসে,
হঠাৎ করেই পৌঁছে যেতে
সব পেয়েছির দেশে।
পাতায় পাতায় গল্প ফলে
এমনই সে দেশ!
চারদিকেতে শুধুই মজা
কষ্টের নেই রেশ।
মনের কথা শুনতে পাবে
ছড়ায় এবং ছন্দে,
বলবে না কেউ এসব ছেড়ে
পড়ায় এবার মন দে।
সেই দেশেতে চাঁদে বসে
চরকা কাটে বুড়ি,
তোমায় দেখে এগিয়ে দেবে
উপন্যাসের ঝুড়ি।
রকেট চেপে দেখতে পারো
সূর্য গ্রহ তারাও,
রহস্যের জাল বিছিয়ে
আছেন গোয়েন্দারাও।
খুঁজলে আরো দেখতে পাবে
ঠ্যাং ঝুলিয়ে গাছে,
আলাপ করার জন্য ভূতেও
তৈরি হয়ে আছে।
মজার মজার কাণ্ড পাবে
খুললে কমিকসখানা,
ইতিহাসের গল্প বলে
মোঘল থেকে রাণা।
আছেন সেথায় রাজারানি
ঘুরছে দত্যিদানো,
সেই দেশটা কোথায় আছে
তোমরা কি কেউ জানো?
আমিই তবে দিচ্ছি বলে
নাও লিখে নাও খাতায়
সেই দেশটা খুঁজে পাবে
শারদীয়ার পাতায়।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে