জয়ঢাক ঘাটশিলা সাহিত্য ট্রেক ২০২০-র সেরা ছড়া
আমায় সেদিন বলল ডেকে মামদো ভূতের পিসে,
বল তো ছোঁড়া, এখন তোরা সুখ খুঁজে পাস কীসে?
চুলকে মাথা জবাব দিলাম, এখনকার এই দিনে
সবাই দেখি সুখ খুঁজে নেয় মোবাইল ফোনের স্ক্রিনে।
মুচকি হেসে বলেন পিসে, বললি কথা খাঁটি
ভার্চুয়ালিই খুঁজিস তোরা সুখের চাবিকাঠি।
স্বপ্ন ছেড়ে আয় রে নেমে বাইরেটা দেখ হেঁটে,
মিছেই তোরা সুখ খুঁজে যাস গুগলখানা ঘেঁটে।
আপন করে পরের তরে বাঁচতে যেজন জানে,
সেজন জানে সত্যিকারের সুখ কথাটির মানে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে