জয়ঢাক ঘাটশিলা সাহিত্য ট্রেক ২০২০-র দ্বিতীয় সেরা ছড়া
চোখের ভেতর বিরাট আকাশ মনের ভেতর উপচানো ঢেউ,
প্রশ্বাসে যার ভোরের বাতাস সেই ছেলেটির নাম জানো কেউ?
যার হাতে সেই একতারাটির দুই মোহনার ছন্দ বোনে,
নদীর পাড়ের নরম মাটির সেঁধোয় অঢেল গন্ধ মনে।
মন-পবনের অন্তঃপুরে সেই যে ছেলে ছন্দে মাতায়,
গান বেঁধে নেয় রাখাল সুরে, সবার সাথেই বন্ধু পাতায়।
নাম জানি তার উদাস বাউল, সুর ঢালে যে পাখির ঠোঁটে
যার সুরেতেই রোজ ফোটে ফুল ছড়ার গানের ছন্দ ওঠে।
নিপাট ভোরের গান ধরে রোজ নতুন দিনের পথ খুঁজে পায়,
সেই ছেলেটির ঠিক পেলে খোঁজ ঠাঁই দেব ঠিক ছড়ার খাতায়।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে